আজ সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে।
ক্রেতারা জানান, কিছুক্ষণ আগেও ৩০০ টাকা দরে এরাই কাঁচা মরিচ বিক্রি করছিল। তবে পুলিশের অভিযানের খবরে শাস্তি থেকে বাঁচতে কম দামে কাঁচা মরিচ বিক্রি করছেন তারা। এসময় কম দামে কাঁচা মরিচ কিনতে ক্রেতারাও দোকানগুলোতে ব্যাপক ভিড় জমান।
মরিচ কিনতে আসা এক ক্রেতা জানান, আজকে বাজারে এসে দেখলাম ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এখন দেখলাম হঠাৎ করেই দাম কমেছে, তাই এক কেজি কিনে নিয়েছি।
আপনার মতামত দিন