ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান

150

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। েই কপমন দোহার, নবাবগঞ্জ, কেরাণিগঞ্জ এবং ধামরাইয়েও অনুভূত হয়। সাময়িকভাবে এসময় জনসাধারণের মাঝে আতংকের সৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তরের ইলেক্ট্রনিক প্রকৌশলী মুমিনুর রহমান ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ২৯৩ কিলোমিটার উত্তরে ভারতের আসাম অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩ রিখটার স্কেল। এতে আসাম সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ভূপৃষ্ট থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ১০ কিলোমিটার গভীরে।
জানা যায়, কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে নারায়ণগঞ্জ, রাজশাহী, নাটোর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট ও পঞ্চগড় কেঁপে ওঠে।

আপনার মতামত দিন