ভাস্কর্যের বিরোধিতা করে দেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না – আলমগীর হোসেন

328

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেছেন, যারা ভাস্কর্যের বিরোধিতা করছেন, তারা দেশকে বিভক্ত করে দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ভাস্কর্য আছে, তাই যারা
বঙ্গবন্ধু ভাস্কর্যের বিরোধীতা করছেন, তারা ঠিক করছেন না।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আজ নিজের টাকায় পদ্মা সেতু হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান তিনি জানান।

শুক্রবার বিকেলে দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেণ্টুর ভাস্কর্যের পক্ষে শান্তিপূর্ণ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

বিক্ষোভ মিছিলটি দোহার উপজেলা থেকে শুরু হয়ে থানার মোড় ঘুরে রতন ভাস্কর্যে এসে শেষ হয়।

সে সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন, ছাত্রনেতা আব্দুস সালাম শুকুর, আসাফো ঢাকা জেলা সাধারণ সম্পাদক শামিম শিপলুসহ শফিকুল ইসলাম সেণ্টুর সমর্থকবৃন্দ।

আপনার মতামত দিন