অবৈধভাবে ভারতে প্রবেশকালে নবাবগঞ্জের ৫ জন আটক

500

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে বিকেলে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশু সহ ৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৫ জন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা হলেন শোল্লা গ্রামের মৃত রুপচাঁন মন্ডলের স্ত্রী বিনোদীনি মন্ডল (৫৮), একই গ্রামের সন্তোষ সরকারের স্ত্রী মিননী সরকার (৬০), নদিরাম মন্ডলের স্ত্রী জোসনা মন্ডল (৩০) এবং জেসনা মন্ডলের দুই সন্তান শিব্রা মন্ডল (১০) ও নবজীত মন্ডল (৬)।

এছাড়া টাংগাইল জেলার কোদালিয়া গ্রামের আরও দুইজন আটক হন, তারা হলেন মৃত হীরা লাল ঘোষের পুত্র রাধে শ্যাম ঘোষ(৫০), রাধে শ্যম ঘোষের পুত্র সঞ্জিত ঘোষ(৯)।

জয়পুরহাট-৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদি হাসান জানান, শুক্রবার বিকেলে পাঁচবিবি’র কয়া সীমান্ত দিয়ে আটককৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে পাঁচবিবি থানায় সোপর্দ করে।

আপনার মতামত দিন