ভাঙ্গছে মধুরচর: জানেন না জনপ্রতিনিধিনিরা

303

আবুল বাশার, নিউজ ৩৯ ♦ বর্ষা মৌসুমে যে ভাঙ্গন শুরু হয়েছিল তা আরও তীব্ররুপ ধারন করেছে দোহারের মধুরচর গ্রামে। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ মধুরচরের কালা গ্রাম। স্থানীয় এলাকাবাসী ভিটে-মাটি ছেড়ে অজানা আশ্রয়ের খোঁজ করছে।

আমাদের প্রতিনিধি আবুল বাশার জনপ্রতিনিধিদের সাথে কথা বললে তারা অবাক হয়ে বলেন কালাগ্রামের ভাঙ্গন সম্পরকে তারা বেশি কিছু জানেন না। তবে তারা শীঘ্রয় এ ব্যাপারে জেনে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করবেন বলে জানান। তবে গ্রামবাসীরা জানান তারা সাহায্য চান না, চান ভাঙ্গন প্রতিরোধ ও স্থায়ী সমাধান।

আপনার মতামত দিন