ভয়াবহ আগুনে জ্বলছে বঙ্গবাজার

122

রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে লাগা আগুনে পুড়ে গেছে শত শত দোকান। ঈদ সামনে রেখে এসব দোকানে বিভিন্ন ধরনের পণ্যের মজুত ছিল। আগুনের মধ্যেও জীবন বাজি রেখে শেষ সম্বল রক্ষার চেষ্টা করে যাচ্ছেন ব্যবসায়ীরা। আগুন থেকে রক্ষায় ছিটানো পানিতে ভিজে যাওয়া পণ্য সরিয়ে নিচ্ছেন।

বঙ্গবাজারের ইরা ফ্যাশন নামের একটি দোকানের কর্মচারী সেলিম বলেন, ‘আমাদের দোকান ছিল বঙ্গবাজারের গোডাউন এরিয়ার পাশে। অল্প কিছু রক্ষা হয়েছে। ভেজা অবস্থায় সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

সেলিমের মতো শতশত ব্যবসায়ী প্রাণপণে চেষ্টা করছেন যদি কিছু মালামাল সরিয়ে নেওয়া যায়। এক দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। অপর দিকে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নিতে চাইছেন। এতে রাস্তায় ভিড় তৈরি হয়েছে।

আপনার মতামত দিন