ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ৫

29
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক। এ ঘটনায় এরই মধ্যে ৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের নুর আলী-আইয়ুব গ্রুপ ও মতি-জাফর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর আলী-আইয়ুব গ্রুপের লোকজন মতি-জাফর গ্রুপের লোকজনকে উসকানি দিতে শুরু করে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ.স.ম আতিকুর রহমানের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি হয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসে। সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান চলছে। ৫ জনকে আটক করা হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত দিন