ব্রডব্যান্ড যুগে প্রবেশ দোহারবাসীর

603
Broadband, Cable

অবশেষে বেসরকারী ব্রডব্যান্ড যুগে প্রবেশ করলো দোহার উপজেলা। জয়পাড়া অনলাইন নামক একটি প্রতিষ্ঠানের হাত ধরে ব্রডব্যান্ড সেবা পেল দোহার উপজেলাবাসী।

প্রতিষ্ঠানটির উদ্ভোধন অনুষ্ঠানে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভুঁইয়া উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছিলেন আওয়ামী কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক সাগর আহমেদ শাহীন, জয়পাড়া পূর্ব বাজার সমিতির সভাপতি করিম ব্যাপারি ও জয়পাড়া অনলাইনের তাইব খন্দকার, শেখ মেহদী হাসান, রাজু ও ফরিদ।

আপনার মতামত দিন