বৈশাখী মেলায় একুশে ব্লার্ড ডোনার্স ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ

315
বৈশাখী মেলায় একুশে ব্লার্ড ডোনার্স ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৈশাখী মেলায় স্বেচ্ছাসেবী সংগঠন একুশে ব্লার্ড ডোনার্স ক্লাব ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। উপজেলার দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের সবচেয়ে বিখ্যাত নয়নশ্রী ইউনিয়নের তুইতাল বৈশাখী মেলায় রক্তদাতা সংগ্রহ ক্যাম্পেইন কর্মসূচি পালন করেছেন সংগঠনের কর্মীরা। অনুষ্ঠিত এই মেলায় প্রায় দুশত নতুন সদস্য সদস্য ফরম পূরণ করেছে। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিক মোল্লা সদস্য হন।

তুইতালের বেশাখী মেলার ইতিহাস অনেক পুরানো। নিত্যপ্রয়োজনীয় সব জিনিস মেলা থেকে বছরের জন্য ক্রয় করে কয়েক এলাকার মানুষ। তাই মানুষকে সচেতন ও নতুন রক্তদাতা সংগ্রহের জন্য এই ক্যাম্পেইন করার উদ্যোগ নেন তারা।

মোস্তাক আহমেদ বলেন, সময়মতো রক্ত পাওয়া অনেক সময় কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। রোগীকে যাতে অযথা হয়রানির স্বীকার না হতে হয় সেজন্য আমাদের এই প্রচেষ্টা।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক শিক্ষানবিশ আইনজীবী মোস্তাক আহমেদ, তৌহিদুল ইসলাম বাবু, ইব্রাহিম খলিল, আলমগীর, তাসিন সজল, শাহিনুর ইসলাম, নয়ন চন্দ্র ঘোষ প্রমুখ।

আপনার মতামত দিন