বৈশাখী উপলক্ষে দোহারের নারিশা যুব সমিতির মাঠে বৈশাখী মেলা উদযাপিত

259

দোহার উপজেলার যুব সমিতির আয়োজনে ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের সৌজন্যে পান্তা আর ইলিশের আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় বৈশাখী উৎসব। মঙ্গলবার সুর্য উদয় হওয়ার পর থেকে শুরু হয় পান্তা আর ইলিশের আয়োজন এর পর একে আসতে থাকে অথিতিদের আগমন সকালে পান্তা আর ইলিশের আয়োজন এর শুভ উদ্ধোধন করেন ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের পিতা প্রফেসর আব্দুর রাজ্জাক । 

সকাল দশটায় মাঠে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুর রহমান এর পর আসেন উপজেলা নির্বাহি কর্মকতা নরুল করিম ভুইয়া সাবেক ভুমি অফিসার সুরাইয়াজাহান, বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান আল্লাউদ্দিন মোল্লা এক বিশাল মোটরসাইকেল বহর নিয়ে আসেন। নয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শামিম আহমেদ হান্নান এর পর পান্তা ইলিশে যোগ দিতে আসেন দোহার পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো সেন্টু তিনি একটি ট্রাক ও মোটরসাইকেল বহর নিয়ে পান্তা ইলিশে যোগ দেন। ছোট বড় আর আবাল বৃদ্ধ বনিতা সবাই যেন সব ভেদাভেদ ভুলে গিয়ে পুরাতানকে পিছনে ফেলে নতুনকে বরণ করে নেয়। সবার মাঝে অন্যরম এক আন্দন। 

সবাই একই কথা বলছে দোহার উপজেলায় পহেলা বৈশাখে এত বড় আয়োজন আগে আমরা কখনও দেখিনাই আমরা সবাই যেন সকল রাজনৈতিক ধর্ম বর্ন ভেদাভেদ ভুলে গিয়ে আজকের এই পান্তা আর ইলিশের আয়োজনে শরিক হয়েছি। আমরা কে কোন দল করি সেটা বড় কথা নয়; আজ আমরা এসেছি পিছনে সব দুঃখ বেদনা মুছে নতুনকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের আজ একটি দিন পহেলা বৈশাখ। সকাল থেকে যেন এক অন্যরকম আন্দন লক্ষ করা যায় নারিশা যুব সমাজের মাঠে। বেলা বাড়া সাথে সাথে আসতে থাকে অতিথি। সাবই এক সাথে বসে পান্তা আর ইলিশের আয়োজন করে। তাদের সাথে ভাগ করে নেয় ছোট ছোট ছেলেমেয়ে। সাবাই আসে মাঠে। এর পর আসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মি।

অন্য খবর  দোহারে খন্দকার আবু আশফাকের ত্রান বিতরণ

এরপর শুরু হয় মনোঞ্জ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। আমন্ত্রিত অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকতা নরুল করিম ভুইয়া, দোহার থানা অফিসার মাহমুদল হক, সাবেক ভুমি অফিসার সুরাইয়া জাহান, বিশিষ্ট শিল্পপতি আমির হোসেন (আমির কোম্পানী), জাহাজ ব্যবসায়ী নেত্ববৃন্দ, বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, নয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শামিম আহমেদ হান্নান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব বেপারী, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান মোল্লা, নারিশা যুব সমাজ সমিতির সভাপতি ইয়াকুব আকন, সাধারণ সম্পাদক কাউসার খালাসী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আ. মান্নান।

আপনার মতামত দিন