বৈরুতে থাকা বাংলাদে‌শিদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ

43
বৈরুতে থাকা বাংলাদে‌শিদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ

লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ বিমান হামলার সম্ভাবনার কথা জানিয়ে এসব এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ করেছে দূতাবাস।

লেবাননের স্থানীয় সময় রোববার (৬ অ‌ক্টোবর) দিবাগত রা‌তে এক জরু‌রি বার্তায় এই পরামর্শ দি‌য়ে‌ছে বৈরু‌তের বাংলা‌দে‌শ দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ রাতে বৈরুতের দাহিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ বিমান হামলার সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় সবাইকে দ্রুত দাহিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকা ছেড়ে অন্যত্র তুলনামূলক নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

আপনার মতামত দিন