বৈদ্যুতিক তারে আগুন: অন্ধকারে পুরো দোহার

1532
Joypara, Dohar, Dhaka, জয়পাড়া, দোহার, ঢাকা
জয়পাড়া

জয়পাড়া বাজারে বিদ্যুতের তারে হঠাৎ অগ্নিকান্ডে পুরো দোহারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বুধবার রাত পৌনে নয়টায় জয়পাড়া বাজার চৌরাস্তায় কলেজের সামনে বৈদ্যুতিক তারে হঠাৎ আগুন জ্বলে উঠে এবং বেশ কয়েক মিনিট স্থায়ী হয়, ও সাথে অদ্ভুত ধরণের গোগো শব্দ হয়। একটা তার আরেকটি তারের সাথে জড়িয়ে যায়, এটি ছিল ৪৪০ ভোল্টের সঞ্চালন লাইন।

একই সময় জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের হোস্টেলের সামনে তারে আগুন জ্বলে উঠে। এই আগুনের মাত্রা এতো ছিল যে বাশতলা থেকে তার স্ফুলিঙ্গ দেখা গিয়েছে।

এখনো অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায় নি। উল্লেখ্য জয়পাড়া বাজারে ড্রেন নির্মানের কাজ চলছে। এজন্য সম্প্রতি বাজার থেকে বেশ কিছু বৈদ্যুতিক খুটি সরিয়ে নেয়া হয়েছে।

এই অগ্নিকাণ্ডে লোকজন চরম আতঙ্কিত হয়ে পড়েছে। জয়পাড়া বাজারে শত শত লোক জড়ো হয়ে আছে।

আপনার মতামত দিন