বেনুখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি

214

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলায় সিঙ্গাপুর প্রবাসী এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে। উপজেলার বেনুখালী গ্রামের ৪ মে রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ডাকাতেরা প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে জানিয়েছে বাড়ীর বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ২টার দিকে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালী চৌরাস্তা সংলগ্ন প্রবাসী ইয়াসেক খানের বাড়িতে হানা দেয়। ডাকাতদল পাকা ভবনের মূল গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে। ঘরে থাকা প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে আগ্নেয়াস্ত্র দ্বারা জিম্মি করে। ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা ৫ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।

প্রতিবেশীরা বুঝতে পেরে এগিয়ে আসার চেষ্টা করলে ডাকাতরা প্রতিবেশি দুই ভাড়াটিয়াকে পিটিয়ে আহত করে। পরে ২/৩ রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায় ডাকাতদল।
নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত দিন