বেইলি ব্রীজ ভেঙ্গে মুন্সীগঞ্জে যান চলাচল বন্ধ

232

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বলই এলাকার মুক্তারপুর মাওয়া সড়কের বেইলি ব্রীজ ভেঙ্গে গিয়ে আলুবোঝাই দুইটি ট্রাক পানিতে পড়ে গিয়েছে। গত রবিবার (৩০জুলাই) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। ট্রাক দুইটি উদ্ধার কাজ শুরু না হওয়ায় দুর্ভোগে পরেছেন এলাকাবাসী। টঙ্গীবাড়ি থানার এস.আই মো. সোহেল জানান, দূর্ঘটনার পর ট্রাক দুইটির চালককে খুজে পাওয়া যায়নি। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলেই রয়েছে। সড়ক ও জনপদের কর্মকর্তারা ঘটনাস্থল পরদর্শন করেছে। তারা ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহমান জানান, বেইলি ব্রীজগুলো দিয়ে চলাচলের জন্য যানবাহনগুলোর ধারন ক্ষমতা ৫টন।  কিন্তু‘ এসব ব্রীজ দিয়ে ধারণ ক্ষমতার অধিক যান চলাচল করে। রবিবার রাতে দুইটি ট্রাক ৮০টন ওজন নিয়ে চলার পথে বেইলি ব্রীজ ভেঙ্গে নিচে পড়ে যায়। চালক দুইজনের বির“দ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া ইতিমধ্যেই ব্রিজটি সংষ্কার কাজ চলছে, তবে ভারী যন্ত্রপাতি এনে কাজ করতে সময় লাগছে। এদিকে বালিগাও, কলমা, ডহরি, খলাপাড়া, শিলিমপুরের এলাকাবাসীরা বিপাকে পড়েছেন। পণ্যবাহি যান চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অন্য খবর  দোহারে লাইসেন্স না থাকায় হোটেল ব্যবসায়ীদের অর্থদন্ড

 

আপনার মতামত দিন