বিয়ে না দেয়ায় আত্মহত্যা

273

ঢাকা জেলার দোহার থানার ঝনকি গ্রামে বিয়ে না দেয়ায় পরিবারের প্রতি অভিমান করে আত্মহত্যা করলো ফারুক(২২) নামে এক যুবক। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক বেলা ৩ টার দিকে সে প্রায় ২০টি ঘুমের ওষুধ খেয়ে ও গলায় ফাস লাগিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। মারা যাওয়ার পর তার পকেটে গাজার একটি প্যাকেট পাওয়া যায়।

ফারুকের মা নিউজ৩৯ কে জানান, ফারুক নিয়মিত নেশা করতো। তাকে বারবার ফেরানোর চেষ্টা করলেও সে মানা শোনেনি। এতে নিয়মিত পারিবারিক অশান্তি হতো। তাই পরিবারের কেও চায়নি তার সাথে বিয়ে দিয়ে কোনো মেয়ের জীবন নষ্ট করতে।

ফারুকের পিতার নাম আলমগীর কবির। তিনি পেশায় একজন ওয়েল্ডার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দোহার থানা পুলিশ সুরাহাতাল শেষ করেছে। তবে এখনো থানায় কোনো মামলা হয়নি।

আপনার মতামত দিন