বিসিএস প্রশ্নফাঁস মামলায় আবেদ আলী ও মুহিবুল হক গ্রেফতার

8

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন।

২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি আদালত মুহিবুল হককে তিনটি পৃথক মামলায় এবং আবেদ আলীকে এক মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। এর আগে, ২৮ জানুয়ারি দুদক তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে। আদালতে হাজির করার পর তাদের আবার কারাগারে পাঠানো হয়। এই মামলাগুলো বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার সাথে জড়িত।

আপনার মতামত দিন