বিশ্বে নারী উন্নয়নের মডেল শেখ হাসিনা: সালমা ইসলাম

624
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে বিশ্বে মডেল হিসেবে কাজ করছেন। তাই আজ নারীরা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। বৃহস্পতিবার বিকালে নবাবগঞ্জ উপজেলা ওয়াছেক মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এসব কথা বলেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সালমা ইসলাম সব নারীকে কর্মমুখী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সমাজ ও পরিবারের উন্নয়নে নারীরা হাতে কাজে শিক্ষার মাধ্যমে আর্থিকভাবে ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি একই দিন নবাবগঞ্জের চুড়াইন তারিনীবামা উচ্চ বিদ্যালয়ের মার্কেটের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন। এ সময় প্রধান শিক্ষক অরুণ কুমার মণ্ডল, আবুল হোসেন মোড়ল, আবদুল বাছেদ ও আনোয়ার মোড়লসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন নয়ন শ্রী ইউপি চেয়ারম্যান পলাশ চৌধুরী, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খান পান্নু প্রমুখ।

আপনার মতামত দিন