বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর, প্রতিপক্ষ আফগানিস্তান

10
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর, প্রতিপক্ষ আফগানিস্তান

 

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ৫ অক্টোবর পর্দা উঠবে এবারের আসরের। আর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর।

এবার রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় প্রতিটি দলকে মুখোমুখি হতে হবে বাকি নয় প্রতিপক্ষের। অর্থাৎ নকআউট বাদে প্রতি দলকেই খেলতে হবে নয়টি করে ম্যাচ। সেক্ষেত্রে বাংলাদেশকেও নয়টি দলের বিপক্ষে খেলতে হবে।

৭ অক্টোবর ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।

চেন্নাইতে ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে তামিম ইকবালের দল। আর বহুল প্রতিক্ষিত ভারত-বাংলাদেশ লড়াই মাঠে গড়াবে ১৯ অক্টোবর পুনেতে।

ভারতের পর নিজেদের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। ২৮ অক্টোবর কোয়ালিফায়ার ১ এর বিরুদ্ধে খেলতে নামবে টাইগাররা।

কোলকাতায় ৩১ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে হাতুরিসিংহের শিষ্যরা। ৬ নভেম্বর কোয়ালিফায়ার ২ এর মুখোমুখি হবে বাংলাদেশ।

১২ নভেম্বর রাউন্ড রবিন পদ্ধতির শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ।

 

আপনার মতামত দিন