বিলীন হয়ে যাচ্ছে পানকুন্ডু

266

ধীরে ধীরে ছোটো হয়ে যাচ্ছে দোহার থানা। প্রতি বছরের ভাংগনে আজ হুমকির মুখে দোহার থানার মানচিত্র। ভাঙ্গন শুরু হলেই দেখা যায় প্রশাসনের কর্তা ব্যাক্তিদের ত্রাণ নিয়ে দৌড়ঝাপ। কিন্তু ভাঙ্গন রোধে নেই তেমন কোনো কার্যক্রম বা স্থায়ী ব্যাবস্থা।আর এভাবেই এবার বিলীন হতে যাচ্ছে নয়াবাড়ি ইউনিয়নের পাঙ্কুন্ডু গ্রাম। ক্ষতির শিকার হয়ে উদ্বাস্তু হয়ে খোলা আকাশের নীচে জীবন যাপন করছে প্রায় শতাধিক প্রতিবার।

গতকাল সোমবার ঢাকা জেলা প্রশাসকের পক্ষে জেলা প্রশাসক মোঃ মহিবুল হক ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা ও ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আল আমিন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সহ স্থানীয় চেয়ারম্যান মোঃ হান্নান উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন