বিলাসপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভা অনুষ্ঠিত

460

দোহার উপজেলার বিলাসপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১লা অক্টোবর শনিবার বিকাল ৪টায় বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল আমিন।

সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে আলোর পথে পরিচালিত করতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকতে হবে। সেই দায়িত্ব নিতে হবে সমাজের শিক্ষিত ও সৃজনশীল মানুষকে। বর্তমান সময়ে দেশে যে জঙ্গি-সন্ত্রাসের সৃষ্টি হয়েছে তাতে দলমত নির্বিশেষে গ্রাম ও শহরের সর্বস্তরের মানুষকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, নারিশা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, কুসুমহাটির আমজাদ হোসেন আজাদ ও নয়াবাড়ীর শামীম আহমেদ হান্নানসহ বিভিন্ন রাজনৈতক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

আপনার মতামত দিন