অবশেষে বিলাশপুরের যাত্রা পন্ড

364

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ অবশেষে বিশৃঙ্খলা ও হাঙ্গাদাঙ্গামার মধ্য দিয়ে পন্ড হলো বিলাসপুরের যাত্রা। যদিও এক মাসের অনুমতি নেয়া হয়েছিল যাত্রাপালার জন্য এবং প্রস্তুতি ও ছিল এক মাসেরই।

জানা যায়, গত বৃহস্পতিবার যাত্রা দেখতে আসা বহিরাগত কিছু বখাটের সাথে স্থানীয় বখাটেদের যাত্রা দেখা নিয়ে বাগবিতন্ডতা হয়। এ বাগবিতন্ডতা পরবর্তিতে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়রা বহিরাগতদের জোর পূর্বক তাদের মোবাইল, টাকা সহ সব রেখে দেয়। পরে বহিরাগত বখাটেরা র‍্যাব-১১ কাছে যাত্রায় অশ্লীলতা ও ছিনতাইয়ের অভিযোগ করে। র‍্যাব-১১ এসে যাত্রাপালা উঠিয়ে দেয়।

যদিও কাউকে গ্রেফতার করা হয় নি। যাত্রা উঠিয়ে দেওয়ায় এলাকার মানুষ স্বস্থির নিঃশ্বাস ফেলেছে ।

উল্লেখ্য, গত মঙ্গলবার নিউজ৩৯-এ বিলাশপুরে যাত্রার অশ্লীলতা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়।

আপনার মতামত দিন