বন্ধ হতে যাচ্ছে দেশে বিনামূল্যে করোনা ভাইরাস(কোভিড-১৯) শনাক্তকরণ পরিক্ষা। বর্তমানে করোনা পরিক্ষার জন্য সর্বনিম্ন ২০০ টাকা ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।
এতদিন বিনামূল্যে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর শনাক্তকরণ পরীক্ষা করা হলেও এবার সেটার ফি সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েল স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুথ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ২০০ টাকা, বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ৫০০ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষার জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, করোনা টেস্ট বাবদ আদায় করা অর্থ সরকারি কোষাগারে (কোড-১-২৭১৫-০০০০-১৮৬৩) জমা করতে হবে।
বর্তমানে বিনামূল্যে টেষ্ট সুবিধা পাওয়ায় অনেকে কোনো উপসর্গ ছাড়াও পরিক্ষা করছে। এতে সরকারের পরিক্ষা কীটের সংকট দেখা দিচ্ছে। এছাড়াও পিপিও মাস্ক সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।
তাই প্রয়োজন বিহীন পরিক্ষা নিয়ন্ত্রণ করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনার মতামত দিন