বিদ্যুৎ দুর্ভোগে লটাখোলা-পালামগঞ্জ বাসিন্দা

254
রাজধানী ঢাকার অন্যতম উপজেলা দোহার । এই উপজেলায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস। রাজধানীর পার্শ্ববর্তী থানা হওয়া সত্ত্বেও অনেক সময় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এই এলাকার মানুষ । ইতোমধ্যেই ঋতু বৈচিত্র্যের কারণে প্রকৃতির মাঝে নেমে এসেছে গ্রীষ্মকালীন আবহাওয়া। আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট ।
আগামীকাল এইচ এস সি ও সমমানের পরীক্ষা । আর এরই মাঝে সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল জয়পাড়ার লটাখোলা থেকে পালামগঞ্জ বাজার পর্যন্ত ।
এব্যাপারে বেশ কয়েকজন শিক্ষার্থী নিউজ৩৯ কে জানায় , আগামীকালের পরিক্ষার জন্য তারা সন্ধ্যা থেকেই প্রস্তুতি নিচ্ছে । কিন্তু প্রচণ্ড গরম আর বিদ্যুৎ না থাকায় অনেকেই পড়ায় মনোযোগ দিতে পারেনি । অনেকেই মোমবাতি দিয়েই পড়াশুনা করেছে ।
কয়েকজন এলাকাবাসী জানান , বিদ্যুৎ চলে যাবার বেশ কিছুক্ষণ পরও না আশায় তারা বিদ্যুৎ অফিসে ফোন দিলে কর্মকর্তারা জানান চলে আসবে । কিন্তু বিদ্যুৎ আসে ৩ ঘন্টারও পর।
আপনার মতামত দিন