বিজয় দিবসে দোহারে ছাত্রদলের শো ডাউন

301

শনিবার সকাল ৯টায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দোহার উপজেলা এবং জয়পাড়া কলেজ ছাত্রদল এক বিশাল শো ডাউন করেছে।দোহার উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক শামিম আহমেদ টগরের নেতৃত্বে মিছিলটি জয়পাড়া ওয়ান ব্যাংকের চৌরাস্তা মোড় থেকে শুরু করে কলেজ মোড় হয়ে উপজেলা চত্বরে এসে শেষ করে।তারপর উপজেলা কেন্দ্রীয় শৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরনে পুষ্প অর্পন করেন।

এই সময় শামিম আহমেদ টগর বলেন, ছাত্রদল নেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভ্যান গার্ড।তাই আমরা ছাত্রদল সব সময় দেশ নেত্রীর যে কোন আদেশ পালনে সদা প্রস্তুত আছি।

মিছিলে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ, জয়পাড়া কলেজ সভাপতি রাসেল আহমেদ, ছাত্রনেতা আব্দুল করিম, হাবিবুর রহমান ঠান্ডু, কাজিম হোসাইন, তাশরিফসহ প্রায়৫ শতাধিক নেতাকর্মী।

আপনার মতামত দিন