বিজ্ঞপ্তিঃ ইউএনও এর সাথে দোহার গ্রীন আর্মির ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাত

217
গ্রীন আর্মি

গতকাল ০১-০৯-২০১৮ খ্রিঃ দোহারের সেচ্ছাসেবী সংস্থা “দোহার গ্রীন আর্মি” উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা এর সাথে ঈদ পরবর্তী এক সৌজন্য সাক্ষাত করে। এসময় পরস্পর কুশল বিনিময় ছাড়াও নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন।

গ্রীন আর্মির এক সক্রিয় কর্মি আসিফ হোসেন ইমন বলেন, নির্বাহী অফিসার শ্রদ্ধেয় আফরোজা আক্তার রিবা ম্যাম এর কর্মতৎপরতা এবং দোহারের সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের উত্তরনের জন্যে তার কার্যকরী পদক্ষেপ সম্পর্কে আমরা দোহারবাসী দৃঢ় ভাবে অবগত। সম্প্রতি ঘটে যাওয়া বাল্যবিবাহ রোধে উপজেলা প্রশাসনের  প্রসংশনিয় হস্তক্ষেপের কথা তুলতেই ম্যাম “গ্রীন আর্মি” কে সমাজ থেকে বাল্যবিবাহ রোধে গণসচেতনতামূলক  কার্যকরী পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

এসময় জনাব আসিফ আরো জানান, আসন্ন “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)-২০১৮” ছয় দিনব্যাপী এই আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগী সংস্থা হিসেবে কাজ করবে দোহার গ্রীন আর্মি।

আপনার মতামত দিন