বিচারপতি ফজলুর রহমানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক প্রকাশ ও স্মৃতিচারণ

219

news39.net: বিচারপতি ফজলুর রহমানের মৃত্যুতে আইনমন্ত্রী শ ম রেজাউল করিম শোক প্রকাশ ও স্মৃতিচারণ করেছেন। তিনি তার নিজের ফেসবুক পেজে শোকবার্তায় লিখেনঃ
অবসর প্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমার দেখা মতে তিনি একজন সাহসী, সৎ ও নিরপেক্ষ বিচারক ছিলেন। শপথের প্রতি তার আনুগত্যতা ছিল অকল্পনীয়। তিনি তার বিচারিক দায়িত্ব পালনে অযৌক্তিক ভাবে ” বিব্রত ” বোধ করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার মতো দৃঢ়চেতা বিচারকের খুবই অভাব। তিনি তার সহকর্মী ও উর্ধ্বতন কর্তৃপক্ষের অন্যায় অনুরোধ প্রত্যাখ্যান করার একাধিক দৃষ্টান্তমূলক দেখিয়েছেন, যা নজির সৃষ্টি করেছে। আমি আইনজীবী হিসেবে এবং ব্যাক্তিগত ভাবে তাকে কাছ থেকে দেখেছি। অবসর গ্রহনের পরে তিনি কিছু বিষয়ে তার আগ্রহের কথা বলেছিলেন, কিন্তু তার বলার ধরন ছিল এতো শিষ্টাচার ও সৌজন্য পূর্ন যে, সেখান থেকেও তার বড়মাপের মানসিকতা দেখেছি। একটি মামলায় একজন বিতর্কিত বিচারপতি (দুর্নীতি মামলার আসামি) বাদী ছিলেন। মামলায় ঘটনার কোন তারিখ লেখা ছিলো না। ওই মামলার আসামিকে জামিন দিতে কুন্ঠা বোধ করেননি। অথচ, চারটি বেঞ্চ বিব্রতবোধ করেছিলেন। তার দেয়া আদেশ রিকল করার জন্য চাপ সৃষ্টি করা হলে তিনি বলেছিলেন,আমার পক্ষে তা সম্ভব না। আমি ন্যায় বিচার করেছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

আপনার মতামত দিন