জয়পাড়ায় বিএনপি কর্মীদের উপর পুলিশের হামলা

280

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ বুধবার রাতে আনুমানিক ৭টার পর জয়পাড়া চৌরাস্তায় বিএনপি’র নেতা-কর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে।

এদিন  সন্ধ্যায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার নাজমুল হুদা দোহার বিভিন্ন স্থানে স্থানীয় নেতা কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সব শেষে তিনি সন্ধায় চৌরাস্তার মোড়ে জয়পাড়া কলেজ মার্কেটের সামনে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দলের কার্যক্রম সম্পর্কে নির্দেশ দেন। সেখানে তিনি আধ ঘন্টার কিছু বেশি সময় অবস্থান করেন, এবং এরপর ঢাকার উদ্দেশ্যে চলে যান। এসময় রাস্তা পুলিশ টহল দিচ্ছিল।

নাজমুল হুদা চলে যাবার পর নেতা-কর্মীরা কলেজ মার্কেটের সামনে রাস্তার পাশে আড্ডা দিচ্ছিল। এসময় দোহার পুলিশের এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আড্ডারত নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা করে। পুলিশের লাঠিচার্জে বিএনপি’র স্থানীয় নেতা মহিউদ্দিন, রাজিব সহ বেশ কয়েকজন আহত হন।

আপনার মতামত দিন