নবাবগঞ্জে বিএনপির ১০ নেতা জামিনে মুক্তি

290

আসিফ শেখ ♦ গত ২৩ জানুয়ারী সন্ধায় নবাবগঞ্জ উপজেলা বিএনপির আটক ১০ নেতা জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় নবাবগঞ্জ উপজেলার বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মটরসাইকেল বহর নিয়ে নবাবগঞ্জ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এসে জামিনে মুক্তিপ্রাপ্ত বিএনপির নেতাদের পুস্পমাল্য দিয়ে বরণ করে নেন।
গত ১৩ ডিসেম্বর বৃহষ্পতিবার ১৮ দলীয় জোটের অর্ধদিবস হরতাল পালনকালে বিএনপির  চেয়ারর্পাসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান সমর্থিত নেতাকর্মীরা বেলা ১২টায়  শুরগঞ্জ দলীয় কার্যালয় থেকে  বিক্ষোভ মিছিল বের করে। এক সময় তারা অগ্নিসংযোগ রাস্তা অবরোধ গাড়ী ভাংচুর করে ও পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায় পুলিশ তাদের ধাওয়া করলে কিছু নেতাকর্মীরা দৌড়ে পালায়। বাকিরা সুরগঞ্জ দলীয় কার্যালয়ের গেটে তালাবদ্ধ করে ভেতরে অবস্থান করে। পুলিশের উপর হামলার জের হিসাবে পুলিশ দলীয় কার্যালয়ের তালা ভেঙে পালিয়ে থাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ ওসমানী, ঢাকা জেলা কৃষক দলের সভাপতি আঃ রশিদ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম শিশু , যুবদল সাধারণ সম্পাদক আমজাদ হোসেন উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহিন, উপজেলা কৃষক দলের যুগ্ন সম্পাদক মো. মামুন, উপজেলা বিএনপির  প্রকাশনা সম্পাদক  আ. সালাম, গালিমপুর  ইউনিয়ন যুবদলের সভাপতি মহি উদ্দিন মহি, বিএনপি নেতা সাহের মেম্বার সহ ১০ নেতাকর্র্মী আটক করে দ্রুত বিচারসহ ২ টি মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

আপনার মতামত দিন