বিএনপির সাবেক সাংসদ আব্দুল মান্নান এখনো জীবিত আছেন

452

মংগলবার দুপুর ৩ টায় রাজধানীর এপোলো তথা ইভারকেয়ার হাসপাতালে আব্দুল মান্নানের একমাত্র সন্তান ব্যারিস্টার মেহনাজ মান্নান জানান, আমার বাবা এখনো জীবিত। তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি প্রেস রিলিজে বলেন, প্রেস রিলিজঃ বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও ঢাকা – ২ (নবাবগঞ্জ) সংসদীয় আসনের চারবারের নির্বাচিত সাবেক সাংসদ আব্দুল মান্নান লাইফ সাপোর্টে রাজধানীর এপোলো তথা ইভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখনো জীবিত আছেন। আগামী ৪৮ ঘণ্টা তার চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার সুস্থতার জন্য দুয়া কামনা করছি। – ব্যারিস্টার মেহনাজ মান্নান আব্দুল মান্নান এর একমাত্র সন্তান।

আপনার মতামত দিন