আওয়ামী লীগের পর এবার বিএনপির সভাপতির বাড়িতে ককটেল বিস্ফোরন

256

নিউজ৩৯♦ দোহারে আওয়ামী লীগ সভাপতির বাড়িতে ককটেল(পটকা) বিস্ফোরনের পর এবার একই জিনিস বিস্ফোরিত হলো দোহার উপজেলা বিএনপি সভাপতি শাহবুদ্দিন আহম্মেদের বাসায়। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে দূবৃত্তরা শাহবুদ্দিন আহম্মেদের বাসায় একটি ককটেল(পটকা) নিক্ষেপ করে পালিয়ে যায়।

ককটেল(পটকা) এর নতুন ব্যবহার শুরু হয়েছে দোহারের রাজনীতিতে। কয়েকদিন আগেই আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম বাবুলের বাসায় ককটেল হামলা হয়। এর ধারাবাহিকতায় এবার হলো বিএনপি সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদের বাসায়। নজরুল ইসলাম বাবুলের মতো শাহাবুদ্দিন আহম্মেদও সেদিন ঢাকা অবস্থান করছিলেন।  প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে জানা যায় একটা পালসার ও একটি সিডিআই মটরসাইকেলে এসে দূবৃত্তরা ককটেল(পটকা) নিক্ষেপ করে পালিয়ে যায়। দোহার থানা ভারপ্রাপ্ত ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিউজ৩৯ এর কাছে স্বীকার করেছেন। তিনি নিউজ৩৯কে জানান, শাহবুদ্দিন আহম্মেদের বাসায় বিয়ের অনুষ্ঠানে ব্যবহৃত বাজি বা পটকা ক্ষেপ করা হয়েছে। তারা ব্যাপারটি তদন্ত করে দেখছে।
শাহবুদ্দিন আহম্মেদ নিউজ৩৯ কে জানান, বর্তমান এই পরিস্থিতে একটি পক্ষ এই দুরভিসন্ধি মূলক পরিস্থিতি সৃষ্টি করতে সচেস্ট হচ্ছে। দোহারের রাজনীতিতে এই ককটেলের আগমন খুবই আসঙ্কা জনক।

অন্য খবর  জয়পাড়া বাজারে আগুনঃ মসজিদের আহবানে রক্ষা পেলো শত কোটি টাকার সম্পত্তি

এদিকে শাহবুদ্দিন আহম্মেদের ছেলে মনির হোসেন নিউজ৩৯কে জানান, আমরা ১৯৮৫ সাল থেকে রাজনীতিতে জড়িত। কখনও আমাদের বাসায় ককটেল তো দুরে থাক কেউ একটা ইটও মারে নাই। বর্তমান পরিস্থিতে আমরা খুবই আতঙ্কে আছি।

আপনার মতামত দিন