নবাবগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে মামলা

259

আসিফ শেখ ♦ নবাবগঞ্জ উপজেলায় বিএনপির মান্নান-আশফাক দু’গ্রুপের শতাধিক নেতাকর্মীর মামলা করেছে পুলিশ। গত মঙ্গল ও বুধবার বিএনপির নেতৃতাধীন ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচীতে রাস্তায় গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলা হয়।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান সমর্থিত ৬৮ জন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক সমর্থিত ৬৪ জন নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে সরকারী কাজে বাধা দানের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে এ মামলা করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, পুলিশ প্রতিরাতেই তাদের বাড়িতে অভিযান চালাচ্ছে। নেতাকর্মীদের না পেয়ে তাদের পরিবারকে হয়রানি করছে।

আপনার মতামত দিন