বিএনপিতে যোগ দেয়ার বিষয়টি গুজবঃ নাজমুল হুদা

573

নতুন করে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিতে যোগ দেয়ার বিষয়টি প্রত্যাখান করলেন দোহার-নবাবগঞ্জে বিএনপি নেতা ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা।

তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,এ বিষয়টি আমি দেখেছি । তবে, আমি নিজেই জানিনা। আমি বিএনপিতে যোগ দিচ্ছি না ।

আবার কি বিএনপিতে যোগদান করবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সেটাতো বলা যায় না। রাজনৈতিক মঞ্চে কি হয় না হয়!! আমি যেভাবে পারছি, সেভাবে আমার মত করে সুস্থ রাজনীতি করছি।

তিনি আরো বলেন,যদি আবার সুস্থ অবাদ নির্বাচন হয়, কোন দিকে যায় দেশ; সব কিছু মিলায়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। আগামী নির্বাচনে কোন দলের সাথে জোট বাধবেন কিনা এমন প্রশ্নে বলেন, আগের মত সুষ্ঠু নির্বাচন দিলে আমি সামনে অগ্রসর হবো। যদি আগের মত নির্বাচন চাপিয়ে দিয়ে প্রশাসন দিয়ে দখল করে নিলে নির্বাচন করে লাভ কি? তাই অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আবার রাজনীতিতে অগ্রসর হবো।

আপনার মতামত দিন