বাহ্রা থেকে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

368

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা এলাকায় অভিযান চালিয়ে মো. আল আমীন নামে এক যুবককে এক হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল। আটককৃত যুবক নবাবগঞ্জ উপজেলার বাহ্রার কাহুর গ্রামের মৃত সামছুদ্দিনের পুত্র।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সোমবার উপজেলায় বাহ্রা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আল আমীনকে তার শশুর বাড়ি থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর(ঢাকা) উপপরিচালক মো. রফিকুল ইসলাম আটকের বিষয়টি  স্বীকার করে বলেন, সে দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে মাদকের ব্যবসা করছিলো।  তার বিরুদ্ধে মাদক  আইনে মামলা দিয়ে নবাবগঞ্জ হস্তান্তর করা হয়।

আপনার মতামত দিন