বাহ্রা ঘাটে পল্লী উন্নয়ন সমিতিতে চুরি

311

দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের সরকারি নিবন্ধীত এইচ বি এ পল্লী উন্নয়ন সমিতির কার্যালয়ে চুরি করেছে দূর্বত্তরা। বৃহস্পতিবার রাতে সংগঠিত এই চুরিতে সমিতির ৩০ টাকার মাল পত্র খোয়া গেছে বলে জানিয়েছে কতৃপক্ষ।

দোহার উপজেলার অন্যতম প্রাচীন ও পল্লী উন্নয়ন ও সমবায় কার্যালয় থেকে নিবন্ধিত এই সমিতি এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজে জড়িত। এই কার্যলয়ে বৃহস্পতিবার রাতে এই চুরি সংগঠিত হয়। এসময় চোর সমিতির সদস্যদের বিনোদনের জন্য ব্যবহৃত একটি ২১ ইঞ্চি এল জি কালার টেলিভিশন এবং একটি জিএফসি ফ্যান চুরি করে নিয়ে যায়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, “এলাকার তরুনদের সুপথে আনতে এই সমিতি গড়ে উঠেছে। এই সমিতিতে এই রকম চুরি অনভিপ্রেত।”

আপনার মতামত দিন