আবু নাইম ♦ দোহারের নয়াবড়ী ইউনিয়নের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৫ই এপ্রিল মঙ্গলবার এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কমিটির সদস্য, স্কুলের ছাত্র-ছাত্রী ও সকল শিক্ষক সহ প্রায় দুই হাজার লোকের উপস্থিতিতে বিচার করা হয় ইভটিজার সবুজের। ৩রা এপ্রিল রোববার সকাল ৭ টার দিকে স্কুলে প্রাইভেট পড়তে আসা এক ছাত্রীকে উক্ত্যাক্ত করে সবুজ। সবুজ নয়াবাড়ী ইউনিয়নের নয়াডাঙ্গী গ্রামের ছেলে। তার পিতা আব্দুল আজিজ এই স্কুলের কেরানী হওয়ার ফলে সবুজ সেই প্রভাবের সুবাদে নিয়মিত স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। তার নামে ইভটিজিং এর আট থেকে দশটি রিপোর্ট পাওয়া যায়। স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী সবাই তার বিচার দাবি করেন। বিচারে রায় হয় সবুজকে জুতার মালা গলায় দিয়ে ক্লাসে ক্লাসে ঘুরানো হবে। ক্ষমা চাওয়ায় ও বিশেষ বিবেচনায় এবারের মত তাকে হালকা পিটুনি দেয়া হয়, ও তাকে নিয়ে যায় তার এক আত্বীয়। বিচারে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়কে ইভটিজিং মুক্ত রাখার প্রতিজ্ঞা করা হয়।
বাহ্রায় ইভটিজারের বিচার
আপনার মতামত দিন