বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন

348

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন জ্বালানী তেলের দাম বৃদ্ধির সাথে সাথে সারা দেশেও বেড়েছে যানবাহনের ভাড়া। এরই ধারাবাহিকতায় দোহার-নবাবগঞ্জেও বেড়েছে যানবাহনের ভাড়া। এমনিতেই কেরানিগঞ্জ-দোহার-নবাবগঞ্জে বাস ভাড়া দেশের যে কোন স্থান এবং সরকার নির্ধারিত ভাড়ার চাইতে বেশী। বর্তমানে দোহারে আরাম ও বিস্রাম পরিবহনের ভাড়া ৬০ টাকা থেকে ৮০ টাকা করায় যাত্রীরা চরম বিপাকে পড়েছেন বিষেশতঃ যারা প্রতিদিন ঢাকা যাতায়াত করেন। এছাড়া নগর পরিবহনের ভাড়াও বর্তমানে ৬০ টাকা করা হয়েছে। যদিও জয়পাড়া পরিবহনের ভাড়া অপরিবরতিত অর্থাৎ ৫০ টাকা-ই রয়েছে। এ ব্যাপারে প্রশাসন কোন ব্যাবস্থা না নেওয়ায় রবিবার দোহার বাজারে সড়ক অবরোধ করা হয় এবং আমরা দোহারবাসী শিরোনামে একটি মানব বন্ধন করা হয়। এতে সকল স্তরের জনগণসহ রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশ নেয় তন্মদ্ধে দীন ইসলাম, মোঃ সোলায়মান, কাজল উল্লেখযোগ্য। পরে বাস মালিকদের সাথে একটি সমঝতা হয় এতে আরাম ও বিস্রামের ভাড়া ১০ টাকা কমিয়ে ৭০ টাকা করা হয় এবং অন্যান্য যানবাহনের ভাড়া অপরিবর্তিত রাখা হয়। জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এ ব্যাপারে প্রশাসনের কোন নজরদারী না থাকায়।

আপনার মতামত দিন