বাস্তায় মাদক সেবনে বাধা দেয়ায় পিটিয়ে আহত

221

মাদক সেবনে বাধা দেয়ায় ঢাকার দোহারে হামলা করে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা বাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বাবুল নামে একজন আহত হয়।

হামলায় আহত মো. বাবুল বলেন, এক সপ্তাহ আগে একই গ্রামের আক্কাস আলীকে তার ছেলেদের ইয়াবা সেবনের বিষয়ে বলতে গেলে উল্টো আক্কাস আলী তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এরপর শনিবার (১৩ জুন) সন্ধ্যায় আমি বাস্তা বাজারে গেলে আক্কাস আলী ও তার দুই ছেলে আল-আমিন ও মিলন এবং একই এলাকার মজনুর ছেলে মিহাদ সহ অজ্ঞাত ২/৩ জন লাঠিশোটা নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

চর মাহমুদপুর ফাঁড়ির এসআই শাহ আলম নিউজ৩৯কে বলেন, আহত বাবুলের স্ত্রী ফরিদা পারভীন থানায় একটি লিখিত অভিযোগ করলে আমরা অভিযোগের ভিত্তিতে আক্কাসকে শনিবার রাতেই গ্রেপ্তার করেছি। তাকে আজ সকালে কোর্টে চালান করে দেয়া হয়েছে। বাকীরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত দিন