সড়ক দূর্ঘটনায় বাসের হেলপার নিহত

339

সোহেল বাবু, নিউজ ৩৯ ♦ গত ২৪ তারিখ শনিবার এক মর্মান্তিক সড়কদূ্র্ঘটনায় মারা গেছে নগর পরিবহনের হেল্পার সোহেল (২৪)।

নগর পরিবহন

ছবি: নিহত সোহেল

রাস্তার পাশে দাড় করানো একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে এই দূর্ঘটনা হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। বেলা এগারোটার দিকে জয়পাড়া লটাখোলা ব্রিজের কাছে এই দূর্ঘটনা ঘটে।

গত শনিবার নগর পরিবহনের বাসেটি বাহ্রাঘাট থেকে ছেড়ে আসে। লটাখোলা ব্রিজের পাশে দাড় করানো ইট বোঝাই ট্রাককে পাশ কাটানোর সময় এই দূর্ঘটনা ঘটে।

নগর পরিবহন

ছবি: এই ট্রাকটির সাথেই সংঘর্ষ হয়

ট্রাকটিকে পাশ কাটানোর সময় হেল্পার সোহেল বাসের ছাদে উঠছিল, সেই সময় ট্রাকের একপাশে সোহেলের দেহের সাথে সংঘর্ষ হয় এবং সাথে সাথেই সে মারা যায়। এই ঘটনায় নগর পরিবহনের কর্মকর্তা ও শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আপনার মতামত দিন