বারুয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

426

মো:আসিফ ♦  বৃহস্পতিবার ২৬ জানুয়ারী, ২০১২ তারিখে বারুয়াখালী ৭নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠিত  হয়। ছাত্র-ছাত্রীরা শীতের সকালে মাঠে এসে উপস্থিত হয় প্রতিয়োগিতায় অংশ গ্রহন করতে ও খেলা দেখার জন্য।

সকাল ১০:৩০ মিনিটে প্রধান অতিথির জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতা আনুষ্ঠান শুরু হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষকদের ত্তত্বাবধানে শুরু হয় প্রতিযোগিতা। বিকালে শিক্ষকদের ত্তত্বাবধানে ইভেন্টের গুলো শেষ হয়।

প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, মোরগ লড়াই,বল নিক্ষেপ, হাঁড়ি দৌর, ব্যাং লাফ, বিস্কুট দৌড়, চেয়ার সিটিং, হাঁসের মত হাটা, গুপ্তধন উদ্ধার, অংক দৌড়, উচ্চ লল্ফ, দীর্ঘ লল্ফ, বস্তা দৌড়, যেমন খুশি তেমন সাজে ছোটদের অংশ গ্রহন সহ আরো কয়েকটি ইভেন্টের।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিকারীপাড়া টিএইচসি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা  তোজাম্মেল হোসেন চৌধুরী (বাবর মিয়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুয়াখালী র চেয়ারম্যান আলহাজ্ব আব্দল্লাহ্ আল মামুন খান ও সাবেক চেয়ারম্যান  আলহাজ্ব রজ্জব মোল্লা। এছাড়া আনুষ্ঠনে আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের গন্য মান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতা আনুষ্ঠানের সভাপত্তিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ।

অন্য খবর  নবাবগঞ্জে ৩০ হাজার গ্রামবাসীর ভরসা একটি বাঁশের সাঁকো
বস্তা দৌড়
বিস্কুট দৌড়
বিস্কুট দৌড়

গুপ্তধন উদ্ধার
গুপ্তধন উদ্ধার
যেমন খুশি তেমন সাজে ছোটদের অংশগ্রহণ
যেমন খুশি তেমন সাজে ছোটদের অংশগ্রহণ
মোরগ লড়াই
মোরগ লড়াই

 

উচ্চ লম্ফ
উচ্চ লম্ফ
ব্যাং লাফ
ব্যাং লাফ
আপনার মতামত দিন