বারুয়াখালীতে ট্রাক চাপায় এক শিশু নিহত

285

ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালি ইউনিয়নের ব্রাহ্মণখালি গ্রামে ট্রাক চাপায় চার বছর বয়সী এক শিশুর নিহত হয়েছে। নিহত শিশুর নাম সাইম হোসেন। সে ওই এলাকার মো. হারুনের ছেলে। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার বারুয়াখালি তদন্ত কেন্দ্রের এসআই কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই কামরুল বলেন, সাইম মায়ের সঙ্গে হেঁটে বাড়িতে যাচ্ছিল। পথে কাশিয়াখালি বেড়িবাঁধ থেকে বান্দুরামুখী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে চালককে গ্রেপ্তার ও সাইমের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

আপনার মতামত দিন