বারুয়াখালী গোল্ড কাপে সারারিয়া কুসুম কানন চ্যাম্পিয়ন

367

মো. আব্দুর রহমান, নিউজ ৩৯ :: বারুয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত গোল্ড কাপ ফুটবল প্রতিযোগীতা- ২০১২-এর ফাইনালে সারারিয়া কুসুমকানন যুব সংঘ বর্দ্ধন পাড়া প্রগতি সংঘকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার বিকেল সাড়ে পাঁচটায় খেলা শুরু হয়। খেলা শুরুর ৮ মিনিটের মধ্যে গোল করে এগিয়ে যায় প্রগতি সংঘ। কিন্তু ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে কুসুম কানন। এর মাত্র ৬ মিনিট পর দলের দ্বিতীয় গোল করে লিড নেয় কুসুম কানন। দ্বীতিয়ার্ধের আধ ঘন্টার মধ্যে আরো ২টি গোল করে প্রগতি সংঘকে ম্যাচ থেকে ছিটকে ফেলে কুসুম কানন।

মাঠের চারপাশ উৎসাহী দর্শকে পরিপূর্ণ ছিল। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি তোজাম্মল হোসেন চৌধুরী (বাবর মিয়া), বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মাসুদ  (প্রতিষ্ঠাতা হাজী কাবিল উদ্দিন কিন্ডার গার্টেন),  গাজী আশরাফ হোসেন লিপু (ক্রিকেট সংগঠক), জাহাঙ্গীর আলম খোকন, আবদুল্লাহ আল মামুন (চেয়ারম্যান, বারুয়াখালী ‌ইউনিয়ন পরিষদ) প্রমুখ।

আপনার মতামত দিন