বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

707
বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজ

ঢাকার নবাবগঞ্জের ঐহিত্যবাহী বিদ্যাপিঠ বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজের হলরুমে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও অতিথিরা।   বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার আলবার্ট রত্ন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ। এই নবীব বরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য হিউবার্ট যোসেফ গমেজ, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার জেমস সঞ্জীব সরকার, প্রভাষক মো. আব্দুস সামাদ ও সহকারী শিক্ষক শশাঙ্ক ভূষন পাল চৌধুরী।

আপনার মতামত দিন