বান্দুরা-শিকারীপাড়ার রাস্তা অকেজো হয়ে পড়ছে

352

নবাবগঞ্জ থানার বান্দুরা থেকে দাউদপুর হয়ে শিকারীপাড়া যাওয়ার একমাত্র রাস্তাটি আজ থেকে প্রায় ৭ থেকে ৮ বছর আগে পিচ ঢালাই করা হয়,ফলে এলাকাবাসীর  একটি স্বপ্ন পূরণ হয়। স্কুল,কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন স্থানে যাওয়ার একমাত্র সুবিধাজনক পথ এটি।তাই প্রতিদিন ছোট,বড় ও মাঝারি ধরনের বিভিন্ন প্রকার যানবাহন এ রাস্তার উপর দিয়ে যাতায়াত করে।

নবাবগঞ্জের সাথে সরাসরি যোগাযোগ হওয়ায় মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে ব্যাপক সুবিধা ভোগ করে এলাকাবাসী,আর এ কারণেইএলাকায় গড়ে উঠে ছোট বড় বিভিন্ন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান। কিন্তু কিছুদিন ধরে এ রাস্তাটির বিভিন্ন স্থানের পিচ উঠে যাওয়ায় ও বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়ায় এলাকার মানষের ব্যাপক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। মালবাহী ভারী ট্রাক ও  অন্যান্য যানবাহনের অতিরিক্ত চাপ এবং বৃষ্টিজনিত মাটিক্ষয়ই এই ক্ষতির প্রধান কারণ । এদিকে অত্র ইউনিয়নের আরো অনেক স্থানের রাস্তাঘাট নষ্ট হয়ে আছে । আর এ কারণেই প্রায় প্রতিদিনই ঘটছে বিভিন্ন  ধরনের দূর্ঘটনা,মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকাবাসী। কর্তৃপক্ষ এগুলো দেখেও যেন না দেখার ভান করে বসে আছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও মেম্বার চেয়ারম্যানের কাছে এলাকাবাসীর দাবী তারা যেন অতিদ্রুত এ সব রাস্তাঘাট মেরামত করার ব্যবস্থা গ্রহন করে এলাকার জনগনকে বিভিন্ন দূর্ঘটনার হাত থেকে রক্ষা করে।

আপনার মতামত দিন