ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নে একদিনে রেকর্ড ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্র করা হয়েছে। এতে নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৫ জন।
এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।
নবাবগঞ্জে একদিনে এক শিশু ও ১০ নারীসহ নতুন করে আরও ২১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা হালদার ও বণিকপাড়ার ১৮ জন, বান্দুরা বাজারের ১ জন এবং নয়নশ্রী ইউনিয়নের ২ জন। এদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। নিউজ৩৯জে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ। তিনি জানান, রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ২১ রোগী সনাক্তের বিষয়টি নিশ্চিত হয়েছেন তাঁরা।
নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে ডা. অনুপ জানান, সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।