বান্দুরায় স্বর্ণকারের দোকান থেকে লাশ উদ্ধার

149

নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজার বসন্ত জুয়েলার্সেও দোকান থেকে ৫ মে সোমবার সকাল ৯টায় এক স্বর্ণকারের লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। নিহতের নাম পলাশ হালদার (২৫)। সে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের পাঞ্জীপহরী গ্রামের প্রাণকৃষ্ণ হালদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে খাবার খেয়ে দোকানে ঘুমিয়ে পড়ে। সোমবার সকাল সাড়ে ৬টায় দোকানের আরেক কর্মচারী পঙ্কজ হালদার দোকানে গিয়ে পিছনের দরজা খোলা পায় এবং সামনে  পলাশের নিথর দেহ পড়ে থাকতে দেখে। পরে আশপাশের লোকজনকে জানালে ঘটনাটি পুলিশকে জানায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশটি  মিটর্ফোড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  কর্মচারী পঙ্কজ জানান, দোকানের ভেতরের লকার খোলা ১০ ভরি স্বর্ণ ও ১০ ভরি রূপা এবং পলাশের মোবাইল খোয়া গেছে। তার ধারণা রোববার রাতের যে কোন সময় দূবৃর্ত্তরা তাকে হত্যা করে জিনিসপত্র লুটে নিতে পারে।

নবাবগঞ্জ থানার এস আই সোহেল রানা বলেন, ঘটনাটি হত্যা কি না তা এ মূহুর্তে সঠিক বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত দিন