বান্দুরায় মাদক বিক্রেতাদের হামলায় যুবক আহত

311

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদক বহনে সহায়তা না করায় সুমন রাজবংশী নামে এক যুবককে ক্ষুরের আঘাতে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা নতুন বান্দুরা মোটরসাইকেল স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমন ওই গ্রামের লক্ষণ রাজবংশীর ছেলে। সে মোটরসাইকেলে যাত্রী বহনের কাজ করে।

স্থানীয়, পুলিশ ও অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৭টার দিকে রাহুতহাটি গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রতন মোল্লা মোবাইল ফোনে মোটরসাইকেল চালক সুমনকে আসতে বলে। সুমন এতে অপরাগতা প্রকাশ করে। রাত ১০টার দিকে সুমন বাড়ি ফিরছিল। বাড়ির সামনে এলে আগে থেকে ওতপেতে থাকা এলাকার মাদক ব্যবসায়ী রতন মোল্লা, রাকিব ও নুর ইসলাম তার গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে। পরে ধারালো ক্ষুর দিয়ে পিঠ ও মাথায় আঘাত করে। সুমনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

আপনার মতামত দিন