বান্দুরায় বিএনপি প্রার্থীকে পুলিশি হয়রানির অভিযোগ

673

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থী আমজাদ হোসেন আজাদকে পুলিশি হয়রানির অভিযোগ পাওয়া গেছে। তিনি নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক।
জানা গেছে, গত বুধবার রাতে নবাবগঞ্জ থানা পুলিশের কয়েকজন সদস্য কোনো কারণ ছাড়াই তার বাড়িতে অতর্কিত হানা দেয়। স্থানীয় একটি প্রভাবশালী মহল নির্বাচন বানচাল করতে তার ওপর নানাভাবে চাপ সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন।
আমজাদ হোসেন আজাদ অভিযোগ করেন, গত বুধবার রাত ১২টার দিকে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) সোহেল রানাসহ সঙ্গীয় ১০-১৫ জন ফোর্স অতর্কিত হানা দেন। তারা বসতঘরের লোহার দরজা দু-দফা ভাঙার চেষ্টা করে তাকে আটকের চেষ্টা চালান। ব্যর্থ হয়ে গালাগাল করেন।
এ সময় পুলিশ বাড়ির স্কুলপড়ুয়া এক কিশোরকে আটক করে পুরনো মামলায় আসামি করার হুমকি দেয়। প্রতিবেশীরা এগিয়ে এলে পুলিশ চলে যায়।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক সোহেল রানা বলেন, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে।

আপনার মতামত দিন