বান্দুরায় গরু দৌড় প্রতিযোগিতা

272

ঢাকার নবাবগঞ্জে রোববার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বান্দুরা ইউনিয়নের মৌলভীডাঙ্গী একতা সংঘের উদ্যোগে গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে সাজিয়ে রাঙিয়ে ছোট-বড় মিলে ১০-১২টা গরু দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। 

বসন্তের বিকালে সূর্য যখন গোধূলী লগ্নে ঠিক সেই মুহূর্তে শত শত নারী-পুরুষ ও তরুণ-তরুণী গরু দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় জমায়। মাঠের চারপাশে নানা পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। গ্রাম বাংলার ঐতিহ্য এ গরু দৌড় প্রতিযোগিতা যেন শত বছরের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়।

আপনার মতামত দিন