বান্দুরার মৃধাকান্দায় একই বাড়ির দুই ঘরে ডাকাতি

238

নিউজ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একই বাড়ির হাছেন ভূইয়া ও সেলিম ভূইয়ার ঘরে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় ৩ জন আহত হয়েছে এবং দুই বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে বাড়ির লোকজন জানায়।

আহতরা হলেন সেলিম ভূইয়া (৩৮), তার মা সফরজান (৬০) ও বোন হোসনা বেগম (৩২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৩টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের  গ্রামের হাছেন ভূইয়া ও সেলিম ভূইয়ার বাড়িতে ১৫/২০ জনের অস্ত্র সজ্জিত ডাকাত দল হানা দেয়।

এ সময় ডাকাতরা হাছেন ভূইয়ার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়।

অপরদিকে ডাকাতরা একই বাড়ির সেলিম ভূইয়ার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে আলমারী ভেঙ্গে বিদেশ যাওয়ার জন্য জমানো ২ লাখ ৮০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে।

ডাকাতরা ঘর থেকে বের হওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দিলে ডাকাতরা সেলিম, তার মা সফরজান বেগম ও বোন হোসনা বেগমকে কুপিয়ে জখম করে।

অন্য খবর  ফিরে দেখা ২০১৪: ১ বছরে ২৯ ডাকাতি

আহতদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা রয়েছে। নবাবগঞ্জ থানার এসআই মুশফিকুর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ দেয় নি।

আপনার মতামত দিন