বাড়িতে ঢোকার সময় গাড়িচাপায় বৃদ্ধ নিহত

60
বাড়িতে ঢোকার সময় গাড়িচাপায় বৃদ্ধ নিহত

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র সমিতির সহ সভাপতি মো. মাজেদ খন্দকার মানিক (৭২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মানিক ওই বিদ্যালয়সংলগ্ন আব্দুস সালাম সাহেবের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে নিজ বাসভবনের দিকে যাচ্ছিলেন। বাড়িতে ঢোকার সময় তাকে একটি গাড়িচাপা দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এলাকাবাসী।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শুক্রবার ভোরে তাকে মৃত বলে ঘোষণা করেন।

মানিকের বাড়ি উপজেলার নোয়াদ্দা গ্রামে। শুক্রবার ওই বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. সামসুদ্দোহা খন্দকার, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক আহ্বায়ক শাহ আলম, যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মনিরুজ্জামান তুহিন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন সুমন, কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয় সাবেক ছাত্র সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সালাম প্রমুখ।

অন্য খবর  ৪৬ বছরেও স্বীকৃতি পায়নি মুক্তিযোদ্ধা আবদুল হামিদ

আপনার মতামত দিন